en

শিক কাবাব বানানোর নিয়ম | জেনে নিন শিক কাবাব এর রেসিপি

শিক কাবাব আমাদের সবার খুব প্রিয় খাবার। প্রিয় হলে ও আমরা সবাই সবসময় এটা খেতে পারি না। তার কারন শিক কাবাব তৈরির পদ্ধতি জানি না। তবে অনেকে জানলেও রেস্তোরাঁর স্বাদের শিক কাবাব সহজে তৈরি করতে পারে না। তাই আপনারা যারা শিক কাবাব খাওয়ার বা তৈরির কথা ভাবছেন তারা আর দেরি না করে সহজে তৈরি করে ফেলুন গরুর মাংসের শিক কাবাব। প্রথমে শিক কাবাব বানানোর জন্য খোলা জায়গা বা বাসার ছাদ বেছে নিন। তবে চাইলে ৬ শিকের চুলা কিনতে পারেন। চুলা না থাকলে ইট দিয়ে চুলা বানান আর রিক্সার স্পোককে শিক হিসেবে ব্যবহার করুন। এছাড়া পরিষ্কার কাঠ কয়লা, চিকন ব্রিশলের ব্রাশ আর কেরোসিন তেল লাগবে। গরুর মাংসের শিক কাবাব তৈরির উপকরণ হিসেবে -
গরুর মাংস - ১ কেজি
আদা বাটা - ২ চা চামচ
ধনে গুড়া - ২ চা চামচ
এলাচ, দারুচিনি, লবঙ্গ একসাথে গুড়া করে - ১ চা চামচ
মরিচ গুড়া - ২ চা চামচ
লবণ - পরিমাণ মতো
সয়াবিন তেল - আধা কাপ
বেসন - ৪/১ কাপ
টকদই / সিরকা - ২ টেবিল চামচ

আরও পড়ুন:-

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো